Title
Livestock Household Survey 2024
Details
সোমবার ১৯ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ।
সুপ্রিয় লালমনিরহাটবাসী,,,,
আসসালামু আলাইকুম,,
সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০শে ফেব্রুয়ারী/২০২৪ - হতে - ১১ই মার্চ/২০২৪ পর্যন্ত সারা দেশের সাথে একযোগে লালমনিরহাট জেলার ৫টি উপজেলার ৪৫ টি ইউনিয়ন ও ০২টি পৌরসভায় লাইভস্টক হাউজহোল্ড সার্ভে-২০২৪" (প্রাণিসম্পদ শুমারী ) অনুষ্ঠিত হবে।
জেলার ৫টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(LDDP)' র মাঠ পর্যায়ে নিযুক্ত লাইভস্টক সার্ভিস প্রোভাইডার ( LSP) এবং প্রাণিসম্পদ মাঠ সহকারিগণ (LFA) সহ অন্যান্য কর্মচারীগণ সরেজমিনে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে প্রাণিসম্পদের যাবতীয় তথ্য (গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাস- মুরগীসহ অন্যান্য ) সংগ্রহ করবেন।
আগামীর "স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ" বিনির্মাণে আপনার প্রাণিসম্পদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য সকলের নিকট সবিনয় অনুরোধ রইলো।
অনুরোধক্রমে
ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম
জেলা প্রাণিসম্পদ অফিসার
লালমনিরহাট