Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Rally and discussion meeting held on the occasion of World Egg Day-2024 celebration at Lalmonirhat
Details

লালমনিরহাটে বিশ্ব ডিম ‍দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশে সিদ্ধ ডিম ও ডিমের পুষ্টিগুনাগুন সম্বলিত লিফলেট বিতরণসহ রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত।  ডিমকে বিশ্বে একটি উন্নতমানের ও সহজলভ্য আমিষ জাতীয় খাদ্য হিসাবে প্রতিষ্ঠিত করতে   ১৯৬৪ সালে (UK ভিত্তিক) International Egg Commission (IEC) স্থাপিত হয়, সংস্থাটি(IEC) প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্যবান, মেধাবী, বুদ্ধিদীপ্ত ও স্মার্ট জাতি গঠনে প্রাণিজ আমিষের গুরুত্ব সম্পর্কে আলোচনা, সর্বোপরী ডিমের গুনাগুন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ভিয়েনায় (Austria) ১৯৯৬ সালে প্রথম বিশ্ব ডিম দিবস পালন করে, যা প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার পালিত হয়ে আসছে। বর্তমানে USA, UK, Canada,Australia, India সহ বিশ্বের ৪০টি দেশে  বিশ্ব ডিম দিবস পালিত হচ্ছে।

২০১৩ সালে Bangladesh Animal Agricultural Society(BAAS), IEC 'র  বাংলাদেশ প্রতিনিধি নিযুক্ত হয় এবং বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্ব ডিম দিবস পালন করা হয়, যা প্রতি বছর পালন করা হচ্ছে। এবার বিশ্বে ২৯তম এবং বাংলাদেশে ১২তম বিশ্ব ডিম দিবস ২০২৪ পালন  করা হচ্ছে।      

Attachments
Publish Date
11/10/2024
Archieve Date
01/01/2026