Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

জেলা প্রাণিসম্পদ দপ্তর,

থানা পাড়া, পোঃ- লালমনিরহাট, জেলা- লালমনিরহাট।

 টেলিফোন নং-০২-৫৮৯৯৮৬৭৮৭,  ফ্যাক্স নং-০২-৫৮৯৯৮৬৭৮৭ ।    

 

 

 

 

 লালমনিরহাট জেলার নামকরণ 

 

লালমনিরহাট জেলার নামকরণের ইতিহাস

এ জেলার নামকরণ সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে। সেগুলো হলো-

† ১। উনবিংশ শতাব্দিতে যখন বেংগল ডুয়ার্স রেল লাইন তৈরির জন্য মাটি খননের কাজ চলছিল তখন শ্রমিকরা এখানে মাটির নিচে লাল পাথর দেখতে পায়। সেই থেকে এ জায়গার নাম হয়েছে 'লালমনি'।

† ২। অন্য মতানুসারে বৃটিশ রেলওয়ে যে মহিলার জমি অধিগ্রহণ করেছিল তার নাম ছিল লালমনি। তার অবদানের স্বীকৃতিস্বরূপ এলাকার লোকজন এ জায়গার নাম রাখে 'লালমনি'।

† ৩। অন্য আরেকটি মত হলো, ১৭৮৩ সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুলদিনকে সাথে নিয়ে বৃটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করে। সেই থেকে এ জায়গার নাম হয় 'লালমনি'।

কালের বিবর্তনে 'হাট' শব্দটি 'লালমনি' শব্দের সাথে যুক্ত হয়ে 'লালমনিরহাট' নামকরন হয়েছে।

 

 

 লালমনিরহাট জেলা ব্রান্ডিং 

 

লালমনিরহাট জেলা ১২৪৭.৩৭১ বর্গ কি.মি. আয়তনের তিস্তা, ধরলা ও রত্নাই নদী বিধৌত বাংলাদেশের উত্তর সীমান্তবর্তী একটি জেলা।

 মূলতঃ নব্বইয়ের দশক থেকেই এ জেলায় ভুট্টা চাষ শুরু করা হয়। ভুট্টা চাষে শ্রম ও অর্থ ব্যয় কম কিন্তু প্রাপ্তি অনেক বেশী। জেলার সর্বাধিক উৎপাদিত পণ্য ভূট্টা। ভূট্টা উৎপাদনের ফলে এখানকার সাধারণ মানুষের জীবনমান পূর্বের চেয়ে অনেক বেশী উন্নত হয়েছে।

 সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় ভুট্টাকে জেলা ব্রান্ডিং হিসাবে নির্বাচন করা হয়।

   

 

 এক নজরে লালমনিরহাট 

 

 

সাধারণ তথ্যাবলী

শিক্ষার হার

৪৬.০৯%

উপজেলার সংখ্যা

৫টি

থানার সংখ্যা

৫টি

পৌরসভার সংখ্যা

২টি

ইউনিয়নের সংখ্যা

৪৫টি

 

আয়তন

১২৪৭.৩৭১ বর্গ কি.মি.

ভৌগলিক অবস্থান

লালমনিরহাট বাংলাদেশের উত্তরে অবস্থিত সীমান্তবর্তী একটি জেলা। ২৫.৪৮ ডিগ্রি থেকে ২৬.২৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩৮ ডিগ্রি থেকে ৮৯.৩৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে জেলাটির অবস্থান। এ জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে কুড়িগ্রাম ও ভারতের কোচবিহার জেলা এবং পশ্চিমে রংপুর ও নীলফামারী জেলা। এ জেলার উত্তরে ধরলা নদী ও দক্ষিনে তিস্তা নদী প্রবাহিত।

আন্তর্জাতিক সীমান্ত দৈর্ঘ্য

২৮১.৬ কি.মি.

জল সীমান্ত

২৪ কি.মি.

জনসংখ্যা

ক) পুরুষ  : ৬২৮,৭৯৯ জন

খ) মহিলা  : ৬২৭,৩০০ জন

গ) মোট   : ১২,৫৬,০৯৯ জন

 

মৌজার সংখ্যা

৩৫৪টি

গ্রামের সংখ্যা

৪৭৮টি

নদীর সংখ্যা

৬টি

নদী পথের দৈঘ্য

১৮০ কি.মি.

মসজিদের সংখ্যা

২,৪৫০ টি

মন্দিরের সংখ্যা

৭৪১টি

এনজিওর সংখ্যা

৫৭টি

খাদ্য গুদামের সংখ্যা

৭টি

খাদ্য গুদামের ধারন ক্ষমতা

১৬,৫০০ মেট্রিক টন

ব্যাংকের সংখ্যা

৪৯টি

টেলিফোন এক্সচেঞ্জ

৫টি

ডাকঘর

৭০টি

বিওপি

২৩টি

 

 

 

প্রাণিসম্পদ সংক্রান্ত  তথ্যাবলী

 

জেলা প্রাণিসম্পদ অফিস

০১ টি

জেলা ভেটেরিনারি হাসপাতাল

০১টি

জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র  ০১টি

উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল

৫টি

কৃত্রিম প্রজনন উপকেন্দ্র

০৫ টি  

কৃত্রিম প্রজনন পয়েন্ট

৪৫ টি

বুড়িমারী কোয়ারেন্টাইন স্টেশন, পাটগ্রাম ০১ টি
আই এল এস টি, হরবানীনগর, কালীগঞ্জ (নির্মানাধীন) ০১ টি

গবাদি পশুর খামার

৩২৪৫ টি

হাঁস-মুরগির খামার

৭১১টি

দুগ্ধ খামার

৭২৬ টি

 

 

কৃষি সংক্রান্ত  তথ্যাবলী

 

মোট জমির পরিমান

১,২৫,৪০৪ হেক্টর

আবাদি জমির পরিমান

১,০০,৯৮৪ হেক্টর

সেচযোগ্য জমির পরিমান

৯৯,৯৭৫ হেক্টর

গভীর নলকুপের সংখ্যা

২৫৮ টি

অগভীর নলকূপের সংখ্যা

৪২,৫১৮ টি

শক্তি চালিত পাম্পের সংখ্যা

৯৪ টি

 

 

মৎস্য সংক্রান্ত

মৎস্য খামার

৬৫ টি

মৎস্য পোনা উৎপাদন খামার

৯ টি

মৎস্য চাষের আওতাধীন পুকুরের সংখ্যা

২৩,৪৩৭ টি

 

শিক্ষা সংক্রান্ত তথ্যাবলী

মহাবিদ্যালয়ের সংখ্যা

৪৫ টি

উচ্চ বিদ্যালয়ের সংখ্যা

১৯৭ টি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা

৭৬৭ টি

বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা

০৯টি

মাদ্রাসার সংখ্যা

৮১টি

পলিটেকনিক ইনস্টিটিউটের সংখ্যা

৩টি

টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ

১টি

 

রাজস্ব বিভাগ

 

উপজেলা ভূমি অফিস

৫টি

ইউনিয়ন ভূমি অফিস

৩৩টি

বন্দোবস্তযোগ্য খাস জমির পরিমান (কৃষি)

৬০৩.৭৯৭১ একর

বন্দোবস্তযোগ্য খাস জমির পরিমান (অকৃষি)

৬০৭০.৩৩৫ একর

আদর্শ গ্রামের সংখ্যা

৫৬টি

আশ্রয়ণ প্রকল্পের সংখ্যা

৩৮টি

আবাসন প্রকল্প

১৭টি

হাট বাজারের সংখ্যা

১০১টি

খাস জলমহালের সংখ্যা

৪৪টি

পরিত্যাক্ত সম্পত্তির পরিমান

১২১.১৯ একর

অর্পিত সম্পত্তির পরিমান

 ৪৩৯২.৩০৫ একর

 

স্বাস্থ্য সংক্রান্ত

 

সরকারী হাসপাতাল

১টি

বেসরকারী ক্লিনিক

১২টি

উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স

৫টি

১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল

১টি

মাতৃমঙ্গল ও শিশু কেন্দ্র

১টি

 

শিল্প সংক্রান্ত

 

কুটির শিল্প

৭,৫৮২টি

ক্ষুদ্র শিল্প

৬৪২টি

 

যোগাযোগ ব্যবস্থা

 

পাকা রাস্তা

৭৮৫.৮৪ কি.মি.

কাঁচা রাস্তা

১,৫৭১.৭০ কি.মি.

এইচবিবি রাস্তা

১৪.৪০ কি.মি.

রেলপথ

৯৬ কি.মি.

রেল স্টেশন

১৫টি

 

বিদ্যুত সংক্রান্ত

 

৩৩ কেভি লাইন

১৫৬ কি.মি.

১১ কেভি লাইন

২৪১ কি.মি.

৪ কেভি লাইন

১৬০০ কি.মি.

পল্লী বিদ্যুত লাইন

১০৮১ কি.মি.

 

বিবিধ তথ্যাদি

 

ফায়ার স্টেশনের সংখ্যা

৫টি

বনভূমির আয়তন

সামাজিক বনায়ন: ৪৮৩.৬৬ কি.মি

সংরক্ষিত বনাঞ্চল: ৮২ একর

বার্ষিক গড় বৃষ্টিপাত

২৯৩.১ সে.মি.

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরিমাণ

২৬ কি.মি.

বাফার গুদাম

১টি

ডাক বাংলো

৫টি

সাপ্তাহিক পত্রিকা

০৫টি