আজ ১৪ অক্টোবর "বিশ্ব ডিম দিবস ২০২২""প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন" প্রতিপাদ্য নিয়ে লালমনিরহাট জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। জেলা প্রাণিসম্পদ অফিস, লালমনিরহাট, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্টাল কাউন্সিল ও পোল্ট্রি এসোসিয়েশন, লালমনিরহাট এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, লালমনিরহাট মহোদয়, প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট মহোদয়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, লালমনিরহাট, জেলা ট্রেনিং অফিসার, জেলা প্রাণিসম্পদ দপ্তর ,লালমনিরহাট মহোদয় ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পোল্ট্রি এসোসিয়েশন, লালমনিরহাটের নেতৃবৃন্দসহ অন্যান্য পোল্ট্রি খামারীবৃন্দ, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা- কর্মচারী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য সুধীবৃন্দ।
দ্বিতীয় পর্বেঃ-
সরকারি শিশু পরিবার,লালমনিরহাট; আল নাহিয়ান শিশু পরিবার, লালমনিরহাট; মজিয়া সোবাহান ইসলামিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব থানাপাড়া, লালমনিরহাট ও আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম ক্বওমী মাদ্রাসা, পূর্ব দৈলজোড়, আদিতমারী, লালমনিরহাটে ছাত্র-ছাত্রীদের মাঝে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা, লিফলেট ও সিদ্ধ ডিম বিতরণ কর্মসূচী পালন করা হয়।