লালমনিরহাটে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস-২০২৩
বিস্তারিত
বৃহস্পতিবার ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
"টেকসই দুগ্ধ শিল্প: সুস্থ মানুষ, সবুজ পৃথিবী''
প্রতিপাদ্য নিয়ে
দেশের অন্যান্য জেলার মত লালমনিরহাটেও নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস-২০২৩।
দিবসটি উপলক্ষ্যে রংবেরং এর প্লাকার্ড ও ব্যানার সম্বলিত বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে জেলা পরিষদ মিলনায়তন (পুরাতন) লালমনিরহাটে এসে সমাপ্ত হয়। উক্ত মিলনায়তনেই আমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সানুগ্রহে সদয় সম্মতিতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সুযোগ্য জেলা প্রশাসক, লালমনিরহাট জনাব মোহাম্মদ উল্যাহ মহোদয়।
অতঃপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হলো।
সার্বিক ব্যবস্থাপনায় যাবতীয় কর্মকাণ্ড সুন্দর ও সফলভাবে সম্পন্ন করায় সহযোগী সকল সহযোদ্ধাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
সকলের পারলৌকিক মুক্তিসহ উভলৌকিক মঙ্গল ও কল্যাণ কামনা নিরন্তর।