লালমনিরহাটের সদর, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রংপুর বিভাগ, রংপুর, জনাব ডাঃ মোঃ আব্দুল হাই সরকার এবং উপপরিচালক, ভেটেরিনারি পাবলিক হেলথ, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রংপুর, জনাব ডাঃ মোঃ আবু ছাঈদ মহোদয়গণ।
দিবসের সূচনালগ্নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সদর, লালমনিরহাটে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সাজিয়া আফরিন এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় সম্প্রসারণ, এপিএ, কৃত্রিম প্রজনন, শুদ্ধাচার ও সুশাসন বিষয়ক পর্যালোচনা সভায় স্বেচ্ছায় সানুগ্রহে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সুযোগ্য পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রংপুর বিভাগ, রংপুর জনাব ডাঃ মোঃ আব্দুল হাই সরকার মহোদয়। তিনি দীর্ঘ সময় ধরে পর্যায়ক্রমে প্রতিটি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, আদিতমারী, লালমনিরহাটে উপজেলা প্রাণিসম্পদ অফিসার, আদিতমারী ডাঃ স্বপন চন্দ্র সরকারকে প্রামানকসহ সকল রেজিস্ট্রারসমুহ আরও সুন্দর ও যথাযথভাবে হালনাগাদ করার প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করেন।
আমাদের উপস্থিতিতে পরিচালক ও উপপরিচালক মহোদয়ণ ভাদাই ইউনিয়নের আদিতমারী গ্রামের মোঃ সোহেল রানা পিতা- মোঃ রবিউল ইসলাম, মোবাইল নম্বর- ০১৭১২১৯০১২০ কে বিদ্যুৎ চালিত ক্রিম সেপারেটর (১৬৫ লিঃ) এবং সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্বদৈলজোড় গ্রামের মোছাঃ রোকেয়া বেগম পিতা- মোঃ তারা মিয়া মোবাইল নম্বর- ০১৭৩৭৫৩৪৮৭২ কে হস্ত চালিত ক্রিম সেপারেটর (৬৪ লিঃ) বিতরণ করেন।
দ্বিতীয়ার্ধে-
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালীগঞ্জে তাঁরা উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় ও রেজিস্ট্রারসমুহ এবং ওয়েব পোর্টাল হালনাগাদ করার প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
পরিচালক মহোদয় নির্মাণাধীন ILST হরবানীনগর, কালীগঞ্জ প্রকল্প পরিদর্শনকালে ৮০% কাজ সমাপ্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সিডিউল মোতাবেক ত্রুটি- বিচ্যুতিবিহীনভাবে মালামাল ও কাজের গুনগতমান বজায় রেখে কাজের গতি বৃদ্ধি করার প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করেন।