শিরোনাম
রংপুরে এপিএ কার্যক্রম বাস্তবায়ন, বিভাগীয় সম্প্রসারণ কর্মকান্ড ও চলমান প্রকল্পের অগ্রগতি এবং বাস্তবায়ন সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত
বিস্তারিত
রংপুর
মঙ্গলবার ৭ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ।
==========================================

বিভাগীয় সমন্বয় সভা

পরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, রংপুর বিভাগ, রংপুর এঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো রংপুর বিভাগের প্রাণিসম্পদ অফিসারদের নিয়ে এপিএ কার্যক্রম বাস্তবায়ন, বিভাগীয় সম্প্রসারণ কর্মকান্ড ও চলমান প্রকল্পের অগ্রগতি এবং বাস্তবায়ন সংক্রান্ত সমন্বয় সভা।
পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রংপুর বিভাগ, রংপুর জনাব ড. মোঃ নজরুল ইসলাম ঝন্টু এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রংপুর বিভাগের বিসিএস লাইভস্টক ক্যাডারের বিভাগীয় দপ্তর সহ ৮ জেলা ও অধীনস্থ ৫৮ উপজেলা এবং প্রাণিসম্পদের অন্যান্য প্রতিষ্ঠান সমুহের প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরিচালক মহোদয় বিভাগীয় সম্প্রসারণ কর্মকান্ড ও চলমান প্রকল্পের অগ্রগতি বিষয়ে মতবিনিময় ও প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করেন।
দ্বিতীয় পর্বে:-
অনুষ্ঠিত হলো পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রংপুর বিভাগ, রংপুর জনাব ড. মোঃ নজরুল ইসলাম মহোদয় এঁর বরণ সংবর্ধনা অনুষ্ঠান। এ পর্বে রংপুরে তাঁর চাকুরীর সূচনা অধ্যায়কে স্মরণীয় করে রাখার মানসে রংপুরের কর্মকর্তা- কর্মচারীদের পরিকল্পনায় তাঁকে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচছাসহ সম্মাননা স্মারক প্রদান করা হলো।
উল্লেখ্য, সূচনালগ্নেই পরিচালক, মহোদয় রংপুর বিভাগের দায়িত্বভার গ্রহণ করায় জেলা প্রাণিসম্পদ দপ্তর, লালমনিরহাটের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
পরবর্তীতে অন্যান্য জেলার পক্ষ থেকেও তাঁকে ফুলেল শুভেচছায় স্বাগত: জানানো হয়।