Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
"ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি" প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশ ও গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা পোল্ট্রি এসোসিয়েশনের উদ্যোগে লালমনিরহাটেও পালিত হলো ১১ তম (বাংলাদেশে) বিশ্ব ডিম দিবস-২০২৩।
বিস্তারিত

"ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি"   প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশ ও গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা পোল্ট্রি এসোসিয়েশনের উদ্যোগে  লালমনিরহাটেও পালিত হলো ১১ তম (বাংলাদেশে) বিশ্ব ডিম দিবস-২০২৩। 


🥚🥚🐓🐔🦃🦆🦢🥚🐓🐔🦃🦆🦢🥚🥚


আজ শুক্রবার ১৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ। "ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি"   প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশ ও গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা পোল্ট্রি এসোসিয়েশনের উদ্যোগে  লালমনিরহাটেও পালিত হলো ১১ তম (বাংলাদেশে) বিশ্ব ডিম দিবস-২০২৩।
জেলা প্রাণিসম্পদ দপ্তর, লালমনিরহাটের সভাকক্ষে আমার সভাপতিত্বে র‍্যালীত্তোর আলোচনা সভায় স্বেচ্ছায় সানুগ্রহে সদয় সম্মতিতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন চেয়ারম্যান, জেলা পরিষদ, লালমনিরহাট, জনাব এ্যাড. মো. মতিয়ার রহমান মহোদয়। শ্রাব্য-দর্শন যন্ত্র ব্যবহার করে ডিমের গুনাগুন ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি।
 জেলা ও উপজেলা পর্যায়ের  কর্মকর্তা- কর্মচারী, স্টেকহোল্ডার, খামারীবৃন্দ, ব্যবসায়ী, ঔষধ কোম্পানির প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় সুধীবৃন্দের স্বতঃস্ফূর্ত  অংশগ্রহণে সফল অনুষ্ঠান বাস্তবতায়িত হলো।
দ্বিতীয় পর্বে শিক্ষা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করা হলো। 
সার্বিক সুন্দর ও সফল কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলের পারলৌকিক মুক্তিসহ উভলৌকিক মঙ্গল ও কল্যাণ কামনা নিরন্তর। 


🥚🥚🐓🐔🦃🦆🦢🥚🐓🐔🦃🦆🦢🥚🥚


ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম 
জেলা প্রাণিসম্পদ অফিসার 
লালমনিরহাট।
ডাউনলোড
প্রকাশের তারিখ
13/10/2023
আর্কাইভ তারিখ
18/10/2024