Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আজ মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, আইএলএসটি কালীগঞ্জ, লালমনিরহাটের শুভ উদ্বোধন
বিস্তারিত

লালমনিরহাট 

মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ।

ILST,  কালীগঞ্জ, লালমনিরহাট উদ্বোধন  

-----------------------------------------------------------------------------


আলহামদুলিল্লাহ ,

 আজ মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দের শেষ দিবসে ও  নবাগত  ২০২৫ খ্রিস্টাব্দের সুন্দর আগামীর প্রত্যাশায় 

আজকের এই ঐতিহাসিক দিনে 

ILST,  কালীগঞ্জ, লালমনিরহাট এর শুভ উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ তোফাজ্জেল হোসেন মহোদয়।


২০২০ হতে ২০২৪ সালের নির্ধারিত সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টি নন্দন ILST, হরবানীনগর, কালীগঞ্জ, লালমনিরহাটের উদ্বোধনীতে সদয় সম্মতিতে সানুগ্রহে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন অনন্য ব্যক্তিত্ব ও প্রতিভার অধিকারী সম্মাননীয় অতিরিক্ত সচিব জনাব মোঃ তোফাজ্জেল হোসেন মহোদয়।

আধুনিক যন্ত্রপাতিসহ ব্যবহারিক প্রশিক্ষণ সুবিধা সম্বলিত কাঠামোটি লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় অধিগ্রহণকৃত পাঁচ একর জমির উপর স্থাপন করা হয়েছে। 


 প্রাণিসম্পদঅধিদপ্তরের  ভিশন ও মিশন বাস্তবায়নের কৌশলসমুহের মধ্যে ১টি হলো এই Institute স্থাপন। যার 

উদ্দেশ্য - 

🔻প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নের জন্য কারিগরিভাবে দক্ষ জনবল তৈরি করা 

🔻দক্ষ জনশক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে  প্রাণিসম্পদ সেক্টরে উৎপাদন বৃদ্ধি ও উন্নয়ন করা


লক্ষ্য- 

🔻মানসম্মত  লাইভস্টক ডিপ্লোমা কোর্স পরিচালনার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতিসহ আধুনিক / ব্যবহারিক প্রশিক্ষণ সুবিধা সম্বলিত স্বয়ংসম্পুর্ণ ILST স্থাপন করা 

🔻প্রতি বৎসর ৫০ জন করে ছাত্র-ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবে।

🔻২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৪৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। প্রতিবছর ৫০ জন ছাত্র-ছাত্রীকে চার বছর মেয়াদী লাইভ স্টক ডিপ্লোমা প্রদান করা হবে।  


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব যোগদানকৃত  সুযোগ্য  আমাদের অত্যন্ত প্রিয় সুযোগ্য পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রংপুর বিভাগ, রংপুর জনাব ডাঃ মোঃ আব্দুল হাই সরকার মহোদয়। 


সু্যোগ্য অধ্যক্ষ, ILST, কালীগঞ্জ, লালমনিরহাট জনাব ডাঃ মোঃ নুরুল ইসলাম এঁর সভাপতিত্বে এ উদ্বোধনীতে বিশেষ অতিথি হিসেবে আরও  উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠান স্থাপন প্রকল্পের প্রকল্প  পরিচালক স্নেহাস্পদ ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম মহোদয়।


 এই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ ছাড়াও 

মৎস্য ও প্রাণিসম্পদের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, লালমনিরহাট, 

উপজেলা প্রাণিসম্পদ অফিসার, কালীগঞ্জ, ডাঃ মোঃ ফেরদৌসুর রহমান এবং পরামর্শক প্রতিষ্ঠান ইন্জিনিয়ার্স কনসোর্টিয়াম লিমিটেড এর সিনিয়র ইন্জিনিয়ার, জনাব আব্দুল মালেক; জুনিয়র ইন্জিনিয়ার জনাব মোঃ আবু ইউসুফ  এবং উক্ত কাজের  ঠিকাদার জনাব মোঃ শাহীনসহ স্থানীয় সুধী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ 


--------------------------------------------------------------


ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম 

জেলা প্রাণিসম্পদ অফিসার 

লালমনিরহাট।


প্রকাশের তারিখ
31/12/2024
আর্কাইভ তারিখ
31/01/2026