Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আজ দিনব্যাপী লালমনিরহাটের বিভিন্ন উপজেলা ও স্থাপনা পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মাননীয় সচীব, জনাব ড. নাহিদ রশীদ স্যার
বিস্তারিত

অদ্য সোমবার ৭ আগস্ট ২০২৩ এ দিবসের সূচনালগ্নে সুযোগ্য সচিব স্যার প্রকল্প পরিচালকসহ নির্মাণাধীন ILST হরবানীনগর, কালীগঞ্জ সমস্ত কাজ পরিদর্শনকালে সন্তোষ প্রকাশ করেন এবং ত্রুটি- বিচ্যুতিবিহীনভাবে মালামাল ও কাজের গুনগতমান বজায় রেখে কাজের গতি বৃদ্ধি করার প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করেন। এর আগে স্যারের লালমনিরহাটে শুভাগমন উপলক্ষ্যে প্রাণিসম্পদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও বরণ করা হয়।

সুযোগ্য পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রংপুর বিভাগ, রংপুর জনাব ডাঃ মোঃ আব্দুল হাই সরকার এঁর সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, পাটগ্রাম এর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভায় স্বেচ্ছায় সানুগ্রহে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সম্মাননীয় সচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জনাব ড. নাহিদ রশীদ স্যার।

স্যার উপস্থিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও প্রয়োজনীয় কারিগরি পরামর্শ এবং গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

দহগ্রামে LDDP'র বঙ্গেরবাড়ী ডেইরি পিজি ও লাইভস্টক ফার্মারস ফিল্ড স্কুল, এর উপস্থিত সদস্যগণের মাঝে ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়সহ অন্যান্য বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করেন, যা আমিসহ উপস্থিত সকলেই মনোযোগ সহকারে হৃদয়াঙ্গম করে সমৃদ্ধ হই।

PG'র সাইনবোর্ড যথাযথভাবে দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভাঃ), পাটগ্রাম ডাঃ শ্যামল চন্দ্র রায় কে ধন্যবাদ জ্ঞাপন করত: প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করা হয়।

এ ছাড়াও স্যার পায়ে হেঁটে প্রকল্প পরিচালক ডাঃ নন্দ দুলাল টিকাদার এর উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রদানকৃত ছাগল-ভেড়া পরিদর্শন করেন এবং বিভিন্ন শ্রেণির খামারীগণকে কারিগরি পরামর্শ প্রদান করেন।


পাটগ্রামে তিনি ডেইরি আইকন (দুগ্ধ/মাংস প্রক্রিয়াকরণ ক্যাটাগরি) পুরস্কার ২০২৩ প্রাপ্ত মোছা: ওয়াহিদা পারভীন স্বামী- মো: নুর ইসলাম (রাসেল)' এর রসুলগঞ্জের পাটগ্রাম দুগ্ধ শীতলীকরণ ও মিষ্টান্ন ভাণ্ডার এর কার্যক্রম ও আতিথিয়েতায় স্যারগণ মুগ্ধ হয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কারিগরি পরামর্শ প্রদান করেন।


সচিব স্যারের সফরকালীন সময়ে নিন্মোক্ত স্যারগণও সফরসঙ্গী হিসেবে ‍ছিলেন:-

জনাব ডাঃ মোঃ এমদাদুল হক তালুকদার, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর,

জনাব শাহীনা ফেরদৌসী, যুগ্মসচিব, প্রাণিসম্পদ-১ অধিশাখা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

জনাব নীলুফা আক্তার, যুগ্মসচিব, পরিকল্পনা-১ অধিশাখা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রংপুর বিভাগ, রংপুর, জনাব ডাঃ মোঃ আব্দুল হাই সরকার

জনাব মু. মাহমুদ উল্লাহ মারুফ, সচিবের একান্ত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়

জনাব ড. গোলাম রব্বানী চীফ টেকনিক্যাল কোঅরডিনেটর(CTC), প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP)

মহোদয়গণ।


ডাউনলোড
প্রকাশের তারিখ
07/08/2023
আর্কাইভ তারিখ
30/09/2025